সন্দীপ মহেশ্বরী কেন তার ইউটিউব চ্যানেল থেকে উপার্জন করে না?

তিনি নিজে অনেকবার বলেছেন যে তিনি যে সার্ভিস দেন তার জন্য টাকা নেওয়া তো দূর তিনি যদি এটা থেকে নিজের কোনো রকম ফায়দা করার চেষ্টা করেন তাহলে লোকে যেন তার মুখের ওপর বলে দেয় যে তিনি চোর । তাই উনি যদি নিজের channel monetize করতেন তাহলে নিজের জালে নিজেই জড়িয়ে যেতেন ।

এখন প্রশ্ন হচ্ছে কেন তিনি ঘরের খেয়ে বোনের মোশ তাড়াতে গেলেন? কারণ জানার জন্য একটু পেছনে যেতে হবে ।

সন্দীপ মাহেশরী-র আসল পেশা কি ? উত্তর হচ্ছে ফটোগ্রাফি, উনি একজন ফটোগ্রাফার । প্রথম জিবনে মডেলিং করতে গেছিলেন কিন্তু সেখানে বিফল হবার পর ফটোগ্রাফিকে পেশা হিসেবে বেচে নেন । কিন্তু ভারতবর্ষে হাজার হাজার ফটোগ্রাফার ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে উনি আর কি করবেন, অনেক ভেবে একটা বুদ্ধি বার করেন, ফ্রী পোর্টফোলিও , কোনো ফী দিতে হবে না, রোল নিয়ে এসো উনি ফটো তুলে দেবেন পরে তুমি প্রসেসিং করিয়ে নাও , অথবা পুরো দায়িত্ব ওনাকে দাও শুধু রোলের দাম আর প্রসেসিং চার্জ লাগবে, সবাই দায়িত্ব ওনাকে দিলো এবং এই ভাবে জীবনের প্রথম সাফল্যের স্বাদ পেয়েছিলেন । এরপর তিনি নানা ভাবে তার এই পেশাকে বড়ো ব্যবসায় পরিণত করার চেষ্টা করেছিলেন কিন্তু সাফল্য পাননি । অনেক failure এর পর অবশেষে তিনি একটি ওয়েবসাইট শুরু করেন

কিন্তু তার এই প্রচেষ্টাও ব্যর্থ হতে যাচ্ছিল, তিনি বুঝেছিলেন যে ব্যবসা বড়ো করতে হলে লাগবে ইনভেস্টমেনট, কিনতু যেহেতু তাকে কেউ চেনে না কেউ তার ব্যবসায় টাকা লাগবে না , তাকে মানুষের কাছে নিজেকে তুলে ধরতে হবে, কিন্তু কিভাবে , যেহেতু তিনি নিজের জীবনে অনেক ধাক্কা খেয়েছেন তাই motivational speaker হবার রসদ তার মধ্যে ছিল কিন্তু তখন তিনি তো আর

কোনো বিশাল ব্যক্তিত্ব নন যে লোকে 50,000 টাকা দিয়েও সেমিনার attend করবে , একদিনে 10000 ফটো তোলার রেকর্ড আছে তার নামে ঠিকই কিন্তু তাইবলে কেউ পয়সা দিয়ে তার সেমিনার attend করবে না অগত্যা সেই পুরোনো ফর্মুলা : ফ্রী এবং এরপর বাকিটা ইতিহাস। ওনার স্পীচ শুনে বহু মানুষ motivated হয়েছেন হু হু করে ওনার জনপ্রিয়তা ছড়িয়েছে এবং youtube এ ওনাকে দের কোটি মানুষ follow করে এবং এই সব কিছুর সাথেই বেড়েছে ওনার ব্যবসা ।

আজ images bazaar ভারতবর্ষের সবচেয়ে বড় স্টক ফটো ওয়েবসাইট। ভারতের কর্পোরেট সেক্টরে বিজ্ঞাপনের জন্য যত ফটো ব্যবহার হয় তার অধিকাংশ এই ওয়েবসাইট থেকে কেনা হয় , এই ওয়েবসাইট থেকে ওনার বাৎসরিক মুনাফা আনুমানিক 30 কোটি টাকা (p a t) । এবং এটা শুধু সময়ের অপেক্ষা যে Facebook বা Pinterest এর মত কোন বড় সংস্থা বিপুল অর্থে তার এই ওয়েবসাইট টি কিনে নেবে ।

Written by : Marzful